ভৃত্য  



দেহের স্বাদে বাঁধ সেধেছে
অপচয়ই পথ চলা।  
ত্রিভুজ, সবুজ, রঙ্গিন স্বপ্ন
আবুঝ কথা বলা।


বায়ু রুদ্ধ বৃদ্ধ পথিক
যষ্টি খুঁজে ফিরি,
পিছন পানে বৈঠা টানে
পিছিয়ে পরা তরী।


গাঁড় সবুজ স্রোতের টানে
হালখানি আজ ভার,
দেহ কোষের সৈনিকেরা
মানল বুঝি হার!  


প্রেম তরঙ্গ রঙ্গ মঞ্চে
দ্যায়না আর ক্ষ্যাপা নৃত্য,  
প্রভাত কালের মহারাজা
আজ বুঝি তাই ভৃত্য।