এই ছুটে চলা, হিসেব কষা , প্রাপ্তি, প্রতিষ্ঠা
ক্ষুধা তৃষ্ণা ,আসবাবের মাটির গল্প,
রোজ মাটিতেই মাটি হচ্ছে, হতে থাকবে।
আকাশের চাঁদ, তারা,মেঘের গল্প আকাশে বেঁচে রবে।
আকাশের নিভৃতে আকাশে
বিচ্ছিন্ন আকাশ নিয়ে রয়েছি আমরা প্রত্যেকে।
--তবু একই আকাশের নিচে ।
একাকী তারার আকাশ আমাদের অসংখ্য তারাদের মাঝে;
লক্ষ্যতারার তিমির আমাদের টুকরো আকাশ ঘিরে
পাদুটো থাক বাস্তবের মাটিকে আঁকড়ে।
চোখদুটো মাঝে মাঝে চা'ক আকাশের পানে।
আকাশ উঁকি দিক, আকাশের আড়ালে আকাশে।