চলো না হয় কিছুক্ষণ চাঁদটার নিচে বসি
  কয়েকটা মুহুর্ত বাস্তবের রুঢ়তা ভুলে থাকি । মাংসল অস্তিত্বের ক্ষুধাতৃষ্না ভুলে একটু রুপকথায় বাঁচি।
  চলো না দিনের ধুলো ঘাম জোছনায় ধুয়ে ফেলি।
কিছুক্ষণ অন্তত রোজকার এই ব্যর্থতাপ ,
এই প্রতিদিনের মৃত্যু , ক্ষোভ ,হতাশা ,
এই জীবনের পরাজয় , রিক্ততা , ভয়
না হয় মিছিমিছি , ভুলে থাকি।
শ্রান্ত হৃদয়ে চলো একটু জোছনায় আশ্রয় খুঁজি।