সূর্য বলে নেই, নক্ষত্র বলে আছে।
শুকতারা বলে আছে, সন্ধ্যাতারা বলে নেই।
নিশা বলে নেই, জোৎস্না বলে আছে।
কথা বলে নেই, সুর বলে আছে।
স্বার্থ বলে নেই,স্নেহ বলে আছে।
ভরসা বলে আছে,সংসয় বলে নেই।
বুদ্ধি বলে নেই, হৃদয় বলে আছে।
ইতিহাস বলে নেই, রূপকথা বলে আছে।
বিজ্ঞান বলে নেই, কবিতা বলে আছে।
বুঝিনা, আছে না নেই!
হয়তো আছে , কিম্বা
হয়তো নেই।
দুই চোখ দুরকম দেখে,
দুই কান দুরকম শোনে।
দুটা পা তবু একসাথে হাঁটে।
হাতদুটো আলোআঁধারিতে
কি যেন খুঁজে মরে।