চাঁদটা রইল না হয় পৃথিবীর থেকে বহুদূরে
ধরাছোঁয়ার বাইরে                    
থাকুক তারা বাস্তবতার দুপ্রান্তে
তবু মাঝখানে যেন বিমল জোৎস্নাটুকু  থাকে।
এই  স্বাভাবিক অলঙ্ঘনীয়তা মেনে নিয়ে
মানুষের পৃথিবীর জটিলতা থেকে বহুদূরে
চকোর কিছু কথা বলুক চাঁদের সাথে
সহজ সরল মেঠো বাঁশির সুরে
নাই বা উন্মুখ ডানা তাকে পৌঁছল চাঁদের কাছে
তবু তার সাথে কিছু কথা বলুক সে।
দিনের ভীড়াক্ত মাঠে মাঝে মাঝে
রাতের নিরালে ঝিঁঝিঁ ডেকে উঠুক ঘাসে ঘাসে