হয়তো কোনো এক সন্ধ্যায়
                    খুব চেনা এক রাস্তায়
                আমাদের একদিন দেখা হবে।
           হয়তো সেদিন আমাদের কথা হবে।


          হয়তো হঠাৎ একদিন ট্রেনে
           পাশাপাশি বসে দু'জনে,
          হয়তো কিছুটা সময় কাটবে
          পাতাকাঁপা অচেনা শিহরনে।


           হয়তো কোনো এক বিকেলে
     কোথাও, পৃথিবীর চোখের আড়ালে
      হয়তো আমরা একদিন,
         গোধূলির অস্তরাগ গায়ে মাখব।


         হয়তো একদিন গঙ্গাসাগরে
          কোনো এক মেঘলা দুপুরে
                খেয়ানৌকায় বসে
               দিশেহারা আবেশে
                আমরা যাব ভেসে
              রাঙা স্বপ্নের দেশে।


           হয়তো কোনো এক ভোরে
           এক অজানা পাহাড়ি শহরে
             দেখব সূর্যওঠা একসাথে।
          নিরালা কোনো সমুদ্রসৈকতে
          হয়তো একদিন, বেলাশেষে
          দেখব অস্তসূর্য একসাথে।


        হয়তো কোনো বসন্ত জোছনায়
           এক নির্জন মেঠো রাস্তায়
       হয়তো একদিন,
     আমরা হাত ধরে অনেকটা পথ হাঁটব।
  
            কোনো এক বরষায়
          ‌‌ হয়তো একদিন,
          আমরা একসাথে ভিজব।