তবু তার পায়ের শব্দ শুনি ,
নুপুরের রুনুঝনু তার বাজে
আমার ঘুমহীন বিজন নিশী।
সময়ের নদীতে যায় মুহুর্তেরা ঝরে।
ঝরে যায় পড়ে দিন আর রাতি।
যা কিছু আঁকড়ে মানুষ জীবনের অর্থহীনতা ঢাকে,
সুখ দুখ আবেগ অনুভূতি প্রাপ্তি প্রতিষ্ঠা মরা পাতার মতো ঝরে পড়ে;
রোজ।তবু মিথ্যে নিয়ে মহাকালের কোলে মুহুর্ত বাঁচি।
এই বিজন রাতের মগন দুঃসহ মুহুর্তরা যাবে ঝরে;
ঐ নুপুর ,ঐ পদধ্বনি একদিন হারিয়ে যাবে, জানি।
তবু আজ থাকুক আমার ঘুমহারা রাত সে রিনঝিন
সুরে ভরে।