রুদ্ধ দুয়ার ভাঙবে আজি
একুশের নওজওয়ান,
লক্ষ্য তার গগনচুম্বী ,
হিম্মতে বলীয়ান।
জীবন যুদ্ধের যোদ্ধা সে আজ
ঢাল তরোয়াল বিহীন ।
'মনের জোর' এ রণসজ্জিত ,
আত্মবিশ্বাস সীমাহীন ।
স্বপ্ন কে সে সঙ্গী করে
বাস্তবের মাটি চেনে ।
বাস্তব যে নয় স্বপ্নের উড়ান ,
বিপদ প্রতিক্ষণে ।
দেশ ও দশের আশার আলো ,
আলাদিনের প্রদীপ ।
একুশ যে আজ সবার ঘরের
ভবিষ্যতের প্রতীক ।