সত্যিকারের বন্ধু আজ কোথায় !
সে তো হারিয়ে যাচ্ছে দ্রুত ,
বন্ধুত্বের গুরুত্ব টাই
সবার কাছে ব্যর্থ ।
স্বার্থ আজ সবার আগে ,
বাকী সব-ই পরে ।
স্বার্থলোভী সম্পর্কের মাঝে
বন্ধুত্ব ধুলায় লুটে ।
বন্ধু মানে পাড়ার রকে
চুটিয়ে আড্ডা মজা ।
বন্ধু মানে আপদে বিপদে
র্নিদ্বিধায় ঝাঁপিয়ে পড়া ।
বন্ধু মানে একই হৃদয়
আত্মার আপনজন ।
স্থান, কাল ,পাত্র ভুলে
পাশাপাশি সর্বক্ষণ ।
তবু তো এসব শুধু বলাই সার ,
বাস্তব চেনা দায় ।
চারিদিকে তাই হিংসা মারামারি ,
সত্যিকারের বন্ধু আজ কোথায় !