তুমি তো আজ ছিঁচকে চোর ,
দু-চারটে হাত সাফাই ।
তোমার একাজ গুরু অপরাধ
প্রাপ্য উত্তম দাওয়াই ।
অন্যায় এ কাজ নিয়েছ বেছে,
হয়তো পেটের জ্বালায় পড়ে ।
শুনবে না কেউ তোমার কথা ...
চোর আজ তুমি সবার চোখে ।
সত্যি কারের চোর তো তারাই
যারা গরিবের টাকা লুটে ।
গরিবের পেটে লাথি মেরে তারা
অট্টালিকা গড়ে ।
টাকা চাই , আরও টাকা চাই
টাকা তেই জীবন শেষ ।
টাকার জন্য কি না পারে !
বিকোতেও পারে দেশ  ।
তবুও  তারা ক্ষমতাশালী ,
আইন আদালত হাতে ।
চুনকাম করা সভ্য তারাই
আজব এ জগতে ।