আঁকাবাঁকা ওই মেঠো গলিপথ ,
দুধারে সবুজের সারি ।
ওই পথের ই শেষ প্রান্তে
আমার ছোট্ট গ্রাম,আমার বাড়ি ।
নতুন ভোর কে স্বাগত জানাই
কোকিলের কুহু কুহু সুরে ।
লাল আবিরে রাঙছে সকাল
নতুন সূর্যের আহ্বানে ।
নানান জাতি ,নানান ভাষা
কত লোকের ভিড় ।
আমার গ্রাম,আমার জগত
সুখ শান্তির নীড় ।
কেউ বা কৃষক ,কেউ গোয়ালা ,
কেউ বা রিক্সা টানে ।
কর্ম করে জীবন যাপন ,
এক বাক্যেই মানে ।
বেলা শেষে নামবে আঁধার
এবার ঘরে ফেরার পালা ।
মিটমিটিয়ে জ্বলে কেরোসিন বাতি
সুনসান ওই পথ- মাঠ -ঘাট রইল একেলা ।