যে ছেলেটা  রোজ সকালে
গরুর পাল নিয়ে যায় মাঠে ।
যে ছেলেটা সারা বেলা
চায়ের দোকানে খাটে ।
যে ছেলেটা স্টেশন রোডে
জুতো করে পালিশ ।
যে ছেলেটা ফেরিওয়ালা
নেই কোনও ফুর্তি - মজলিস ।
যে ছেলেটা দেশের খবর
বয়ে দিয়ে যায় ড্রেসিংরুমে ।
তার খবর কেই বা রাখে
রয়ে যায় সংগোপনে ।
যে ছেলেটা পেটের টানে
রিক্সাকে করেছে সাথী ।
বাপ মা মরা অভাগার জোটে
দুবেলা ঝ্যাঁটা লাথি ।
পায় না তারা আদর - স্নেহ
মেলে না ভালবাসা ।
হাজার ভিড়ের মাঝেও তবু
তারা একেলা ।
আশার প্রদীপ জ্বালবে যারা
তারাই অন্ধকারে ।
বাস্তবের মাটি বড়ই রূঢ়
কে সামলাবে তারে ?