সখ্যতা কবেই হয়ে গেছে ,
কাগজ আর পেন্সিলের ।
জমে ছিল কত না বলা কথা ,
মনের অন্দরে ।
মন খারাপের একলা রাতে ,
স্বপ্নের দুয়ারে খিল ।
ঘনিষ্ঠতা বাড়িয়েছে আরও ,
কাগজ আর পেন্সিল ।
কখনও আবার মনের সুখে ,
কখনোবা প্রেমানন্দে ।
জ্যোৎস্না রাতের মাধুর্যে মোহিত ,
কল্পনায় বাসা বোনে ।
নঃস্বর তবু অমূল্য এ জীবন ,
থাকবে বা আর কদিন ?
সুখে - দুঃখে ,হাসি - কান্নায় ,
সঙ্গী কাগজ আর পেন্সিল ।