বইছে দখিনা হাওয়া ,
বসন্তের আহ্বানে ।
কুহু কুহু মুখরিত ধ্বনি ,
ধরিত্রী প্রাঙ্গনে ।
শীতের খোলস মুক্ত হয়ে ,
সেজেছে নতুন করে ।
ভালোবাসার এসেছে জোয়ার ,
নতুন দিনের ভোরে ।
ফুলের বাগানে গুন গুন গুন ,
ভ্রমরের গুঞ্জন ।
লাল - নীলে রেঙেছে ধরা ,
ঋতু রাজের আগমন ।
রঙ এর মেলা ,হোলি খেলা
বসন্তের শুভক্ষণে ।
সখী তোমায় রং লাগাবো ,
একেলা নিধুবনে ।