ভগবানের আর এক রূপ তবু
দয়া -মায়া বিহীন ।
অর্থ লোভে অন্ধ এতই
মানবিকতাই বিলীন ।
সেবার নামে ব্যবসা করো
ধিক তোমাদের ধিক ।
দেবতার আসনে বসে,
মনটা এতই নীচ !
গরিবের কোল হোক না ফাঁকা
কি এসে যায় তাতে ।
তোমার আদুরে বেশ তো আছে
দুবেলা দুধে ভাতে ।
হায়রে এ অভাগা সমাজ
রক্ষকই ভক্ষক আজ ।
লোভ লালসায় ভরেছে দুনিয়া
চলছে শয়তানি রাজ ।