ঠকতে ঠকতে শিখে, কিছুটা বীররস শরীর থেকে উবে যায়,
হারতে হারতে মেলে দেয় ডানা,
বড় রাস্তার বট-টার মতো নেমে আসে পরাভব,
এত কাছে তবু মনে হয় যেন আজন্ম এই পথ,
এত চুপ এই কুয়াশার নীরবতা,
দূরের আলোটাও আজ মোমের মতো ধীরে ধীরে গলে যায়।