কেউ ছিল না, তাই বলে কি সব হারাবে,
ঘরের ভেতর ঘর বানাবে, ভাঙবে দেওয়াল, ফাঁক ফোকরে জমবে ধুলো,
বারান্দাতে বৃষ্টি কাদা, পায়ের নিচে একটু মাটি,একটু শরৎ নিজের মতো এলিয়ে যাবে,
তুমি বুঝি একটিবারও ভাববে না তাই,
অপেক্ষাতে,
দিনেরাতে,
রক্তপাতে,
কেউ ছিল না, কেউ থাকে না,কেউ রবে না,
তাই বলে কি সব হারাবে!