কেউ কি জেনেছে সেই বিকেলের কথা,
উবে যাওয়া আলোতে ঝাপসা পথ
আমার ছিল ফেরার তাড়া তারচেয়েও বেশি ছিল তোমাকে দেখার,
তারপর এ বুকের চোরাস্রোতকে উস্কে দিয়ে তুমি এলে,
দূর থেকে তোমাকে দেখাই বোধহয় ভালো, কাছে এলেই কেমন যেন ফুরিয়ে যাও।
কেউ কি জেনেছে সেই সস্তা চা আর সিগারেটের কথা,
সেই চোখের গভীরে গিয়ে পথ একাকার হয়ে গেছে,
কেউ কি জেনেছে সে মৃদু আকাশে নিচে বসে তোমার চোখেতে খোঁজ পেয়েছিলাম এক সমুদ্রের,
কোন নাম নেই,কোন শুরু নেই,কোন শেষ নেই, যেন এক অসীম এই বয়ে চলা,পৃথিবী সমস্ত জড়তা নিয়ে থমকে গেছিল সেদিন,
কেউ কি বুঝেছে তা,
কেউ কি রেখেছে মনে।