উড়ে যায়
চিতার ফুলকি
আকাশের দিকে।


কেন সে
ছেড়ে গেল নীলগ্রহ
জানবে না কেউ !


মৃত মানুষ যে
বলবে না কথা
কোনোদিন ।


বোবা হয়ে পুড়ে যাচ্ছে যে,
কতটা দগ্ধ হয়েছিল
জানবে না কেউ !


কানাকানি ফিসফাস
সামাজিক কোলাহল
ধুপ আর ফুলে ।


কাঁধে হাত রাখেনি যে
সেও আজ বলে
নাটুকে সংলাপ !


মৃতেরা বলেনা কোন কথা
তাই সবটুকু দায়ভার
দিই তার কাঁধে।


মৃতেরা শব্দহীন ।
তাই ছুঁড়ে দিই
কুৎসা বাছাই করা ।


ওরা অবয়বহীন ।
কালো রঙে আঁকা
তাই কত অনায়াস !


মৃতেরা বলবেনা কোনোদিন
কতখানি কাটাকুটি ছিল
বুকের ভিতর।