তুমি থাকো এককেন্দ্র বৃত্তে
সে তোমার প্রাত্যহিক সুখ
সেখানে তোমার অভ্যস্ত ভালোলাগা ।
এখানে আমার দীর্ঘ কক্ষপথ
কখনো সূর্যের কাছে এসে পুড়ি
কখনো উধাও দূর নক্ষত্রপুঞ্জে ।
তুমি আয়নায় দ্যাখো শুধু
নিজস্ব অবয়ব ছায়া আবছায়া ।
এখানে নিঃসঙ্গ আমার ধ্যান
প্রতিদিন বসি মুখোমুখি ।
নিত্য বাসরে তোমার বদ্ধ শ্বাস
বাতাস থামে রুদ্ধ প্রতীক্ষায়
প্রবেশ সেখানে অনুমতি অনুসার ।
এখানে দিগন্ত ছুঁয়ে অনন্ত আকাশ
উদার প্রান্তরময় বাধাহীন বাতাস
আমার অনিঃশেষ অধিকার ।
আপনজন কোলাহলে মুছে যায়
তোমার একান্ত শব্দাবলী ।
কেউ মনে রাখে না কথা তোমার।
সঙ্গীহীন নিরালাপ আবাস আমার
শব্দের কুরুশে বুনি কথার আসন
শ্রোতা হয়ে বসেন ঈশ্বর ।