ছেলেবেলায় একটা কথা সবাই জানতে চাইতো
বড় হয়ে কি হতে চাও ?
বেশির ভাগ বলতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার
কেউ বলতো শিক্ষক বা নিদেন পক্ষে সরকারি চাকরি
সেদিন এর কেউ বা সফল , বেশিরভাগই লক্ষ্যপূরণে ব্যর্থ |
আজকাল সচ্ছল অনেকে কোনো পেশায় নেই
আলাপচারিতায় বলে পেশা নয় , নেশা : রাজনীতি
এরা কোনো প্রবাদ প্রতিম নয় , দেশ ও দশের ভাবনা নয়
আখের গোছানো একমাত্র লক্ষ্য |
দুর্নীতি কিংবা ভ্রষ্টাচার , সে যাই হোক না কেন
কোনো সুনির্দিষ্ট নীতি নয়
নীতি থাকে অনেক দূরে, দুর্নীতি বেধেছে আষ্টেপৃষ্ঠে
আর আছে দল বদল যখন প্রয়োজন
চাই, আরো চাই |
মানবিক মুখ গুলো আজ বড়ো পাশবিক |
দানব গুলো ঘুরে বেড়েছে এ প্রান্ত থেকে ও প্রান্তে |
কারো আছে ডিগ্রি র বদলে দাঙ্গার তকমা
চাকরি নেই, যুব সমাজ  দিক্ভ্রষ্ট্র |
রোজগার নেই |
আর আছে ধর্মে ধর্মে বিভাজন
লক্ষ একটাই রাজনৈতিক মুনাফা
দেশ গোল্লায়  যাক না !