তুমি বলেছিলে আসবে আর দাগ রাখবে
উন্নয়ন এর জোয়ারে অনুন্নয়ন লজ্জায় মুখ ঢাকবে |
ভালো কাজ করে দেশ আর দশ এর মান রাখবে
যখনই  ডাকবে তুমি আসবে |


তুমি বলেছিলে থাকবেনা ঘেরাটোপে
লড়বে দাঁত এ দাঁত চেপে |
সন্ত্রাসবাদীরা যাবে কেঁপে
আশীর্বাদ বর্ষিত হবে ঝেঁপে |


তুমি না বলেছিলে রাখবে অঙ্গীকার |
লঙ্ঘিত হবেনা স্বাধিকার
দল মত নির্বিশেষে সবাই পাবে উপকার ,
করবে রাজধর্ম পালনে যা কিছু দরকার |



এখন দেখছি তোমার চারপাশে সব দাগি
প্রতিশ্রুতি সব উধাও আর ভালো মানুষেরা বিবাগী |
সমালোচিত হলেই তুমি  রাগী
তবুও লাফিয়ে বাড়ছে অনুরাগী |


আর যাইহোক স্বতন্ত্র তুমি নও |
দুর্নীতির জোয়ারে ভেসে যাওয়া
পালতোলা নৌকা তুমি বও |
ওদের সাথে তোমার নাওয়া খাওয়া |


বিদেশ বিভুঁই তে দাগি পাচ্ছে ঠাই
প্রতারক প্রতারণা করে
তাও জনগণ দেয় রেহাই |
গরিব ডুকরে কাঁদে আর মরে |


একশ আট তিরিশ কোটির দেশে,
হাহাকার আর আর্তনাদ
রাজপথে এসে মেশে |
তুমি কি বোঝো না ওদের বিষাদ ?


আর যাইহোক  বিনয়ী তুমি নও
দাম্ভিক তুমি ক্ষমতার দম্ভে
জোর গলায় স্বৈরাচারী তুমি হও |
আর ডুব দাও পূণ্যের কুম্ভে |


রক্তমাখা হাত আলিঙ্গন করে দিনরাত
প্রত্যয়ী তুমি তাতেই কুপোকাত |
তোমার সাধের গণতন্ত্র আজ চিৎপাত
ধর্ম নিরপেক্ষ দেশে এ কি উৎপাত !