রক্তিম সেদিন কুসুম কে সরাসরি না বলেছিলো
কোনো স্থায়ী রোজগার নেই, টুশন করে তো
আর যাই হোক, সংসার তো চলবে না |
হাপুস নয়নে কুসুম কে কাঁদতে দেখছিল |
রক্তিম আর চাকরি পায়নি, পেশা: গৃহ শিক্ষক
কুসুম বাড়ির অবাধ্য হয়নি |
ছেলেবেলায় স্বপ্ন দেখতো ছোট্ট রক্তিম
চন্দন মাখা রক্তিম যাচ্ছে কুসুম দের বাড়ি
সানাই এর সুর আর বেসুরো গানের সাথে নাচ…..
কুসুম আজ ঘোর সংসারী |
রক্তিম আর কাউকে কুসুম ভাবতে পারেনি |
কিন্তু  চন্দন মেখে সুসজ্জিত গাড়িতে চড়ার আশা ছাড়ে নি |
অবশেষে স্বপ্ন পূরণ |
সাজানো শববাহী গাড়িতে চন্দন মেখে শেষ যাত্রা |