কেমন আছো তুমি?
আমাকে নিঃস্ব রিক্ত করে বহু দূরে চলে গিয়ে,
এক অনিবার্য পরিণতির দিকে ঠেলে দিয়ে,
যেখানে নেই কোনো ভবিষ্যৎ,
আছে শুধুই ঘটমান বর্তমান,
সীমাহীন দুঃখ আর –
নিজেকে ক্রমাগত ব্যবহৃত হতে হতে নিঃশেষিত হওয়া।
যদিও রয়েছো তুমি আমারই পাশে,
কিন্তু আছো বহু সহস্ত্র আলোকবর্ষ দূরে,
ভালো থেকো তুমি,
খুব ভালো থেকো,
ভালো আছো তুমি জানলে -
হয়তো ভালো থাকবো আমি।