বুঝলাম না কি এমন দোষ করেছি মিতা,
যে তুমি আমায় এত বড় শাস্তি দিলে,
আমাকে না জানিয়ে দূরে ঠেলে দিলে,
আমি কিন্তু বেশি কিছুই চাইনি তোমার থেকে,
চেয়েছিলাম শুধু তোমার বন্ধুত্বের পরশে -
জুড়াতে আমার ক্ষতবিক্ষত মনটাকে।


জানি তুমি ব্যাস্ত অনেক,
তবু বাঁচবো প্রতিটি ক্ষণ তোমার প্রতীক্ষায়,
দিন রাত ভাবব শুধু তোমাকে নিয়ে,
তুমি শুধু দিনে একটি বার আমাকে করবে মনে -
তোমার ঐ মূল্যবান অবসরে।
আর বৃষ্টি ভেজা বিকেলে তোমার হাত দুটি ধরে,
দেখবো তোমায় দুচোখ ভরে,
তোমার ওই মায়াবী দুটো চোখে চোখ রেখে,
যে চোখের দিকে তাকালে পাই বাঁচার আশ্বাস নতুন করে,
যে চোখের গভীরতায় আমি গিয়েছি তলিয়ে,
তোমাকে প্রথম দেখার দিন থেকে।