চার বছর আগের সালটা তখন দুহাজার এগারো,
জয়েন্ট পাস করে ভর্তি হলাম সবে পাস করে বারো.
প্রথম ক্লাস আর বন্ধুদের নাম জানার তাড়া,
কেওবা আবার লজ্জাতে,দাড়িয়ে কর্নারে একা.


চার বছরের খুনসুটি আর ঝগড়াতে গালাগালি,
কারোর আবার প্রেমে পড়ে পিজ্জা ভাগাভাগি .
কখনে আবার হোস্টেলে গিয়ে বন্ধুদের সাথে মিশে,
রঙিন জলে মুখ লাগানো, কখনো বা তার চাটে..


হ্যাংওভার না কাটিয়ে তার পরের দিনের সকাল,
কলেজ যাবার তাড়াতে আবার আমরা সবাই নাকাল.
রওনা শুরু কলেজ গেটের দিকে.
কেওবা বাসে, কেওবা ট্রামে,
কেওবা আবার পায়ের সাইকেলে..


চার বছরের কলেজ লাইফ হলো তিরিশে মে শেষ,
সবাই যাব নিমেষে চলে,কেওবা নিরুদ্দেশ.
ব্যস্ততার খাবলে পড়বে জানি বাকি জীবনখানা,
আর স্মৃতিরা তখনো করবে সবার স্নায়ুতে আনাগোনা....


          -$piK^R