কার খোঁজে জেগে আছো রাত?
গলিপথ কি ভীষণ হতাশাগ্রস্ত
যেন সুবর্ণরেখার তীর,
হয়ে আছে স্থির। সে কি কামনার হাত !
কার খোঁজে অভিমানী, বিনিদ্র রাত?


কার খোঁজে, বলো কার খোঁজে?
বলাকের গ্রীবার মতো ফকফকে সাদা
খড়িমাটি রেখেছো বেঁধে,
অনন্ত সাধে সেধে। সে কি রিক্ত গরজে !
কার খোঁজে, কার খোঁজে এতো সুখ
বলো কার খোঁজে?


ওগো নির্বাণী, চেয়ে আছো অনুভবে?
মজ্জাগত কালশীটে মনের
সেই ভারাক্রান্ত দ্বীপের
গুপ্ত হা-হুতাশ ফের। বিদীর্ণ লুপ্ত ভৈরবে ;
তীব্র অশনিপাতে,
ছেড়ে অনির্বাণ কেমনে সে তোমার হবে !
ওহে নির্বাণী, আত্মস্থ হও, এই অনুভবে।