এখনো সূযর্টা নিয়ম করে ওঠে, ... অস্ত যায়;
ইনক্লাব রব ওঠে, তবে ভিন্ন আঙিনায়।
বেলোয়ারী, তবু বেশ আঁটো-সাঁটো ভাব নিরাপত্তায়;
শবের মতো চুপচাপ বেঁচে থাকার দায়।
ভাবনার ভাবান্তর দিবা-রাত্রি ভাবায়,
লোকচক্ষুর অন্তরালে লোকহিত হয়।
আকুল আকাঙ্খা! তবু, পরিবর্তন নয়,
ছিল,...আছে,...থাকবে,...-মানুষ আজ এভাবেই রয়।।