লক্ষ্য দৃশ্য      সম্মুখ স্পর্শ
নিত্য তুমি      করবে হর্ষ,
স্বপ্ন সিদ্ধি      চিন্তা মুক্তি
কর্ম করো       বদ্ধ যুক্তি।


পর্যবেক্ষণ     দৃঢ় শক্তি
জীবন মাঝে    নাহি চুক্তি,
যুক্ত থাকো      কর্ম যুদ্ধে
স্থায়ী ভাবে     রবে দুগ্ধ।


পোক্ত দিশে    শক্ত বুদ্ধি
মুক্ত তুমি       চিত্ত শুদ্ধি,
রুদ্ধ গতি       চূর্ণ শৃঙ্খল
নব্য সৃষ্টি      নাহি নিষ্ফল।


জীবন মঞ্চে    অভিজ্ঞতা
দিবানিশি        কৃতজ্ঞতা,
পূণ্য কর্মে        সৃষ্টিকর্তা
জ্ঞাপন করেন   সু-উচ্চতা।