দীপাবলী আলোর উৎসব, বাজি পটকা নয়।
        শুধু শুধু দূষণ বৃদ্ধি, ধনের অপব্যয়।
অন্তর থেকে দেখো তুমি    বুঝবে কী আজ অধিক দামী
কারোর মুখে হাসি ফোটাও, তাতেই আসল জয়।
   দীপাবলী আলোর উৎসব, বাজি পটকা নয়।।


আলোর সাজে সাজাও জীবন, দূষণ নয় আর পোষণ
  সবার ভালো হয় যাহাতে, পাতো এমন আসন।
প্রদীপ জ্বালাও, শঙ্খ বাজাও   শ্যামা মায়ের গান গেয়ে যাও
   দ্বিধা দ্বন্দ্ব থাকবে না আর, দূর হবে সব ভয়।
   দীপাবলী আলোর উৎসব, বাজি পটকা নয়।।