বৈশাখেতে সেজেছেন যে
প্রকৃতি মা নতুন সাজে,
গাছে গাছে নতুন পাতা
পাখি বানায় নীড় তার মাঝে।


ভেসে আসে চারিদিকে
কতো মধুর মধুর গন্ধ,
গন্ধরাজ আর কতো ফুলের
গন্ধে মন হয় যে আনন্দ।


কতো রখম পাখির ডাকে
ভাঙে মোদের সকালের ঘুম,
বৈশাখ মাসের ভোরের হাওয়া
জাগায় স্বপ্ন কতো রকম।


সকলকিছু ভুলে গিয়ে
বৈশাখ জানায় সু-আগমন,
সবাইকে দেয় নতুন সুযোগ
বাড়ায় মনে আত্মসম্মান।