বসন্ত দ্বার খুলেছে ওই আকাশে বাতাসে
বসন্তের স্বর কতো ভাসে ওই মধুর আভাসে।
       জেগেছে আজ নদীর দু-কূল    
        ভেঙেছে ওই মনের সব ভুল
বসন্তের সুর জেগেছে আজ অশোকে পলাশে।
বসন্ত দ্বার খুলেছে ওই আকাশে বাতাসে।।


এসেছে দোল রঙীন হাওয়ায় মাতল সবাই তাতে
   প্রেমের নতুন বইছে ধারা সুরে সুর মেলাতে।
              নতুন স্বপ্ন দিচ্ছে উঁকি    
            মন বলছে তাই নিতে ঝুঁকি
কোকিলের ডাক সুরের ছন্দ আছে শ্বাস প্রশ্বাসে।
   বসন্ত দ্বার খুলেছে ওই আকাশে বাতাসে।।


প্রজাপতি উড়ছে কতো রঙ বেরঙের ফুলে,
স্নিগ্ধ আলো মন জুড়ালো ওই বসন্তের কোলে।
           মিটে গেছে সকল আঁধার    
          চারিদিকে আলোর পাহাড়
জেগেছে মন নতুন করে অজানা সুবাসে।
বসন্ত দ্বার খুলেছে ওই আকাশে বাতাসে।।