ইচ্ছে করে পেতে আবার
পুরোনো সেই দিন,
যেথায় সবাই নিজের মাঝে
হয়ে ছিলো লীন।


ইচ্ছে করে এক নিমিষেই
শিশু বেলায় যাই,
আপন ছন্দে আপন সুরে
সেই সরল মন পাই।


ইচ্ছে করে মা ঠাকুমার
গল্পে (রূপকথা) চলে যাই,
ইচ্ছে করে স্বপ্নে বিভোর
সেথায় মোরে পাই।


ইচ্ছে করে ওই প্রকৃতির
কাছে মন দেই ঠাঁই,
ইচ্ছেগুলো ইচ্ছে থাকে
বাস্তবেতে নাই।।