জাগুক চেতনা মনে আসুক সততা,
হৃদয়ের মাঝে তাই আনো হে মমতা।
রবির কিরণে দূর করো হে জড়তা,
পঞ্চ ইন্দ্রিয়ের মাঝে আনো হে একতা।
স্বাধীন তুমি, বুঝো হে তার সার্থকতা,
দেখে শুনে বুঝে, রবে কী হে নীরবতা?
মহাপুরুষের রক্ত বইছে যে দেহে।
প্রমাণ দাও হে তার সুশোভিত স্নেহে।
দিশে যদি ভুলে যাও স্মরণ করো হে,
নিজের থেকে নিজেই যাবে না যে ক্ষয়ে।
বাঁধা বিঘ্ন চূর্ণ করে আনো তুমি জয়,
দুরাচারের সমাপ্তি করে, আনো লয়।
স্বাধীন সবাই মানে, বর্বরতা নয়,
সবকিছু ঘুচে হোক সূর্যের উদয়।।