চেষ্টার মাঝে সকল কিছুর নিহিতার্থ সুপ্ত
প্রয়াস তোমার সফলতা করে তুলবে দীপ্ত,
অনুভূতির আকুলতা, তাই তো বুঝতে হবে
নতুন কিছু করার লাগি, এসেছ এই ভবে।
যা করার তা তাড়াতাড়ি, দেখাও তুমি করে
নব আলোয় দাও হে তুমি জীবন তোমার ভরে,
চলতে চলতে সামঞ্জস্য এমনি এসে যাবে
চেষ্টা করলে পাওনা তোমার, সত্যি তুমি পাবে।
হোঁচট খেয়ে পড়ে গেলেও উঠে দাঁড়াও আবার
মোকাবিলা করতে হবে তোমায় সকল ধাঁধার,
মোকাবিলা করতে হবে তোমায় নিজের সাথে
চলতে হবে এই প্রকৃতির ধরে হাতে হাতে।
নিজেকে আজ লাগাও তুমি সত্যিকারের কাজে
বৃথা কেনো পড়ে রবে মরীচিকার মাঝে,
ধন্য হবে জীবন তোমার আনলে মধুর ছন্দ
আপন সুরে খুঁজো তুমি ওই তোমার স্বাচ্ছন্দ্য।
ক্লান্ত হলেও দাঁড়াবে না তুমি পথের মোড়ে
যেমন করেই পৌঁছতে যে হবে তোমায় নীড়ে।।