গাছে গাছে কদম ফুলের মেলা
মৃদু হাওয়ায় করছে মধুর খেলা,
মন মেতেছে সেই আনন্দে আমার
খুলে গেছে হৃদয়ের সব দুয়ার।
গন্ধে তাহার আকুল হয় মন পেয়ে
সুরে সুরে যাই তারি গান গেয়ে,
এমন কোমল স্পর্শ তারে ছুঁয়ে
দুঃখ গাঁথা মনে হয়, নেয় ধুঁয়ে।।
বর্ষা কালের জানান দেয় সে এসে
যাই তার রূপে মুগ্ধ হয়ে ভেসে।
তার দিকে যার, দৃষ্টি যখন পড়ে
তারি যে রেশ রয় এ জীবন ভরে।।