কতো ভাবনা হৃদয়ে জমে পড়ে থাকে
এরাই দ্বিধা লাগায় পড়ে থাকে বাঁকে,
দূরে ফেলা চাই তাই সব আবর্জনা
তবেই মনে শুনবে না আর গঞ্জনা।
অস্থির হয়ো না আর, সব দিশে ছেড়ে
দিক হারালে সময় নেবে সব কেড়ে,
সঠিক কথায় তুমি, বুঝে নাও সার
চেতনার তরী আজ করো তুমি পার।


জাগ্ৰত থাকিলে সদা, আসিবে প্রকাশ
নিয়ো না এই ধরায় আর অবকাশ,
ক্ষণিকের এ জীবন লাগাও হে কাজে
তাতে সাজবে জীবন পরিপূর্ণ সাজে।
সঠিক ভাবনা তুমি প্রকাশিত করে
নাও জীবন এবার সুরে সুরে ভরে।।