লক্ষ্যের ছোঁয়া পেতে হলে
চলতে হবে নিরবধি,
রাখবে না আর প্রশ্ন কোনো
দূর করে দাও সকল "যদি"।


আগুয়ান হও আপন সুরে
সকল কিছুর দেখা পাবে,
সময়ের ওই সাথে তুমি
অনেক দূরে যাবেই যাবে।


নিত্য তোমার কর্ম ধারা
তোমার কাছে দেবে ধরা,
ব্যর্থ তুমি যেয়ো না দূর
করো না আর বেশি ত্বরা।


যা তোমার তা রবে তোমার
দিশেহারা হয়ো না আর,
চেষ্টা তোমার চলতে থাকুক
খুলো তুমি জীবনের দ্বার।


সৃষ্টি ধারার মাঝে তুমি
যেমন করেই আনো প্রকাশ,
আগুয়ান হও তাতেই তুমি
নতুন করে পাবে আভাস।


লক্ষ্য তোমার সাথে থাকলে
যাবে তুমি নতুন ধারায়,
যতোই দ্বন্দ্ব থাকুক মনে
দিয়ো তুমি নিজেকেই সায়।।