এলো এলো এলো আবার নববর্ষ এলো রে।
   পুরোনো সব ভুলে এবার নতুন করে চলো রে।
  অলসতা ভুলে এবার    খুলো তুমি নতুনের দ্বার
জাগো জাগো জাগো সবাই চেতনা আজ আনো রে।
        নববর্ষ নতুনত্ব নিয়ে এবার এলো রে।।


    দেখছো তুমি দূরে যাহা, নয় যে তাহা দূরে রে।
  সন্ধান করো ভালো করে, কাছে যে সব আছে রে।
নদী পাহাড় ঝর্ণা ধারা    করবে তোমায় পাগলপারা
   সকল দৃশ্য মনের থেকে, দেখো তুমি দেখো রে।
         নববর্ষ নতুনত্ব নিয়ে এবার এলো রে।।


  চোখের সামনে লুপ্ত যাহা, আছে তোমার দ্বারে রে।
    দৃষ্টি তুমি নিক্ষেপ করো, পৌঁছে যাবে পারে রে।
নতুন আশা জাগলো প্রাণে  কতো সুবাস গানে গানে
  জাগাও তুমি নিজের থেকে নতুনের ওই তারে রে।
         নববর্ষ নতুনত্ব নিয়ে এবার এলো রে।।


নতুন আলো ছন্দে এসে, ভরলো এবার আলয় রে।
     বাধা যতো আছে পথে করো তাহা বিলয় রে।
উঠেছে আজ সবাই মেতে    অনেক দূরে হবে যেতে
      উদ্দীপনা থাকুক মনে নতুনের সন্ধানে রে।
        নববর্ষ নতুনত্ব নিয়ে এবার এলো রে।।