নতুন ধারা জাগুক মনে
নতুনত্ব আসুক এবার,
মোকাবিলা করতে হবে
তাই এবার সকল দ্বিধার।


উঠতে হবে যেমন করেই
এবার তোমার আপন তীরে,
দেখলে হবে না আর তোমায়
জীবন পথে কভু ফিরে।


লক্ষ্য তোমার মনের মাঝে
দিশে তুমি বেছে নাও তাই,
ভবের মাঝে যেমন করেই
পেতে হবে তোমাকে ঠাঁই।


নিত্য তোমার চলাফেরায়
চলবে তুমি একধাপ আগে,
শুদ্ধি তুমি রাখলে মনে
দেখবে কেমন হৃদয় জাগে।


স্থিতি পাল্টে দিতে পারো
তুমি যদি মন থেকে চাও,
দায়িত্ব যা আছে তোমার
কাঁধে তুলে এবারে নাও।


দেরি করলে হারাবে সব
তাই তো তুমি জাগো এবার,
যেমন করেই তরী তোমায়
করতে হবে ভুবনে পার।


পরিবর্তন হবে স্থিতি
মিশবে যখন তুমি আলোয়,
ইচ্ছে শক্তি দৃঢ় রাখো
হবে তোমার ভুবনে জয়।।