মধুর ঘুমে বিভোর শিশু
দেখছে মিষ্টি স্বপ্ন,
রূপকথার ওই দেশে সে তার
পেয়েছে আজ রত্ন।


সাতটি রঙের বাহার মেখে
ধরছে চাঁদের পাহাড়,
পক্ষীরাজ ওই ঘোড়ায় চড়ে
দেখছে কতো বাহার।


আনন্দে আর ধরে না যে
ইচ্ছে হলো পূর্ণ,
পক্ষীরাজ ওই ঘোড়ায় চড়ে
সকল বাধা চূর্ণ।


স্বপ্ন হলেও সত্যি যে সব
সরল শিশুর মনে,
অনুভূতির স্পর্শ জড়ায়
মুগ্ধ হয়ে ক্ষণে।।