অন্ধভক্তি স্বভাবতই বিচার বুদ্ধিহীন হয়
কিন্তু জ্ঞান মিশ্রিত ব্যক্তি ভালোবেসে অন্য কথা কয়
কৃতি ও নীতির মূল্যায়ন না করে যে ভক্তি জন্মে
ভালোবেসে অন্ধ ভক্তি বলে তিনি বিভোর থাকে
জ্ঞানকে ভালোবেসে পরম ও চরম ভক্তি যদি আসে
সেই ভক্তি তখন প্রধান ভরসা হয়ে ওঠে
জগৎ  সংসার চালনা করে ঈশ্বর যদি সমস্ত মালিন্যের উর্দ্ধে থাকে
তবে ভালোবেসে আমি কেন পারি না সেই পথে হাঁটতে
ভালোবেসে জ্ঞানরসে ভক্তি যিনি মাখাতে জানে
ভক্তের ভক্তিরসে  টইটুম্বুর জীবন হবে
কঠিন বাস্তবের জমিতে না থেকে বিপুল পতনের সম্ভাবনা নিয়ে
জ্ঞানকে ভাল না বেসে পতন সে নিজেই ডেকে আনে


(চলবে )