শিখতে এসে ভালোবাসা তোমায় পেলাম আমি
আমার বলে যা কিছু ছিল সবই পেলে তুমি
ভালোবাসা তুমি দিশাহীনের দিশা
তাইতো তোমাকে খুঁজে পেতে সবাই দিশেহারা
দিশাহীন ভালোবাসা পথ নাহি পায়
দিশা পেলে সে আলোর সন্ধান দেয়
দিশার দিশা তুমি পথহারা পথিকের পথ
তোমায় পাবো বলে নিয়েছি শপথ
কবে কখন আসবে তুমি ভালোবাসা নামে
পথ চেয়ে বসে আছি দুহাত আগলে
ভালোবাসার শপথ আমার আপন করে নাও
ভালোবেসে জীবন আমার ধন্য করে দাও
ভালোবাসা বিনে জীবন নাহি চলে
ভালোবাসা ছাড়া জীবন মুখ থুবড়ে পড়ে
ভালোবাসার বৃক্ষ যার হৃদয়ে গড়ে বাসা
ধন্য তার সকল কর্ম, জ্ঞান, ভক্তি, আশা।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা