জ্ঞান বৃক্ষের বাক্যের ডালে শব্দ পুষ্প ধরে আছে
কার কোন রঙের পুষ্প পছন্দ ভালোবেসে তুলে নাও দু হাত ভরে
যে বৃক্ষ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পুষ্প বীজ ধরে রাখে
ভালোবেসে রোপন করো ফল পাবে হাতে নাতে
পুষ্পভরা বৃক্ষ যদি চাই তোমার হাতে
ভালোবেসে জ্ঞান বৃক্ষ রোপন করো হৃদয় জুড়ে
জল সেচনে সমুদ্রের জল শেষ নাহি হয়
জ্ঞান বৃক্ষের পুষ্প তেমনি ভালোবেসে অনন্তকাল রয়
জ্ঞানে তোমার জন্ম, মৃত্যু তোমার জ্ঞানে
তবুও অজ্ঞানের সঙ্গেই এত বন্ধুত্ব কেন কে জানে


জ্ঞান বৃক্ষে জ্ঞান পুষ্প ধরে
শুধু ভালোবেসে যার যা পছন্দ তুলে নিবে হাতে
জ্ঞান বৃক্ষের ছায়ায় অন্তর হবে সুশীতল
ভালোবেসে যত তাড়াতাড়ি পারো রোপন করো বৃক্ষ থেকে পেতে সেই ফল
হাতে আমার ডালাভরা পুষ্প আছে
ভালোবেসে কোন পুষ্পে অঞ্জলি হবে
সীমাহীন বৃক্ষ মাঝে ভালোবেসে পুষ্প ফুটে আছে
জ্ঞান চোখের অভাবে সেই পুষ্প যে যায় ঝরে
জ্ঞান প্রদীপ জ্বেলে যে পুষ্পের দেখা মিলে
ভালোবাসার অভাবে তা শুকিয়ে যায় অকালে
ভালোবেসে যে পুষ্প নিয়েছো তুমি হাতে তুলে
নাকে নয় মনের সৌরভে হৃদয় নাচে তালে তালে
ভালোবেসে হৃদয় মাঝে লুকিয়ে আছে যে বৃক্ষ
অন্ন জলে বাড়ে গাছ হাওয়ায় বাড়ে পুষ্প
ভালোবেসে যে পুষ্পের আশায় করেছ গাছ রোপন
বৃথা কাল কেটে যায় অযত্নে হয় কাল ক্ষেপন
জ্ঞানকে ভালোবেসে অশ্রু যদি ঝরাতে না পারি
বৃথা হয় জন্ম কর্ম, বৃথা চলে শ্বাস গাড়ি।