কবি হতে পারিনি আমি
পাঠক হয়ে থাকবো চিরকাল
এই আশায় বুক বেঁধে
আমার কাটছে দিনকাল
কবির মন যা ভাবে
পাঠক  বুঝতে পারে আগে
যে ভাবনায় কবি তার কবিতা লেখে
সেই ভাবের রস ধরতে পারলে পাঠক বলে তাকে।



কবি হতে লাগে যত গুণ
পাঠকের থাকে তার চাইতেও অধিক গুণ
নচেৎ কবির ভাবের বিচার হবে না সুষ্ঠ
পাঠক  হয়ে যাবে পথভ্রষ্ট
কবিতা লেখার সংবিধানে আছে যত আইন
তা যে সকল মানুষের ভাঙা গড়ার নিদান
পাঠক হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলাম ভবে
পাঠক হতেও যত গুণ লাগে
তাই না দেখে
পাঠক হওয়ার স্বপ্নও গেছে মুছে
ভাবের রসে শব্দ দিয়ে লেখক যখন বাক্য গড়ে
পাঠক যদি সেই ধারা ধরতে না জানে
রসের ধারার খোঁজ পাঠকের অধরাই থাকে
ভাবের ঘরে যত কথা হয় তোমার মনে
যুক্তি দিয়ে বিচার করলে সন্দেহ যায় ঘুচে
যুক্তি ছাড়া বিচার করে
ভাব পাবে না খুঁজে
যুক্তি খুঁজে ভাবের বিচার
সেই পাঠকই জানে
এত কিছু শুনে
পাঠক হওয়ার স্বপ্ন গেছে মুছে
তাই বুঝি এখন আমার
সকল কিছুই আবোল তাবোল লাগে
পাঠক হওয়া হল না আমার
কার কাছে দিবো এই বিচার
পাঠক হতে যদি লাগে এত গুণ
তবে ভবে আমার বৃথাই জন্ম ধারণ।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা