ভালোবাসার ইতি টানা সহজ কথা নয়
সময়ে সবাইকে অবসরে যেতে হয়
দুদিনের জীবন দুদিনের তরে এ ভালোবাসা
জীবন থাকতে মিটিয়ে দাও সকল ঋণের বোঝা
দেনা নিয়ে জন্ম সকল মানবজাতি
জ্ঞানকে ভালোবেসে সেই দেনার শোধ করো না কেন সকলি
সময় থাকতে ভালোবেসে ভালোবাসায় ভরিয়ে দাও
শুন্য হাতে এসে দুহাত ভরে নিয়ে যাও
জ্ঞানকে ভালোবাসার এমন সুযোগ পাবে না তো আর
হেলায় হারালে ভুলতে হবে অনন্ত কাল ভর
আদি ও অন্তহীন ঠিকানায় ভালোবাসার এ পৃথিবী
ক্ষমা করে দিও মোরে যা কিছু হয়েছে ভুল ত্রুটি
প্রথম ও শেষ কথা ভালোবাসা দিয়ে
সকলকে উষ্ণ ও আন্তরিক শুভেচ্ছান্তে দাঁড়ি পড়লো না ভালোবেসে।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা