মদীয় জননী শৈশবে আমার মুখে যেমন স্তন্য প্রদান করেছিলেন
তেমনি ভালোবেসে কর্ণে তত্ত্ব জ্ঞানেরও উপদেশ দিয়েছিলেন
দুঃখ থেকে তত্ত্ব জ্ঞান, তত্ত্ব জ্ঞান থেকে বৈরাগ্য সঞ্চার
এইরূপ হলে ভালোবেসে পাবে তুমি সেই মণি কাঞ্চন হার
" এটা আমার ","এই আমি " এইরূপ মমতা ও অহংকার বশবর্তী যিনি
জ্ঞানকে ভাল না বেসে ধর্মাভাবেই নিরাশ্রয় হন তিনি
যা আপনার না অথচ আপন বলে ভাব
তাকে স্বীয় বলে জ্ঞান করাই মূঢ়তামাত্র
জ্ঞানকে ভাল না বেসে অজ্ঞানরূপ কর্দম মধ্যে নিমগ্ন হওয়াতে
তুমি কী আর খুঁজে পাবে নিজেকে?


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা