কেউ বলে নিয়তির বাধ্য সবাই
কেউ বলে ভালোবেসে বহুকষ্টে কর্ম করে নিয়তি বানাই
জ্ঞানকে ভালোবেসে যে করে নিয়তির ভরসা
আমি কর্ম করি এই ভাবনা তার আসে না
জ্ঞানকে ভালোবেসে নিয়তিই সব করে
আমি ভ্রমে নিয়তি সকল কর্ম নেয় করিয়ে
নিয়তির বাধ্য সবাই
জ্ঞানকে ভালোবেসে একথা অনেকেই মানতে না চাই
'নিয়তিই সব' বলে মানে যারা
জ্ঞানকে ভালোবেসে কর্ম করে যায় তারা
জ্ঞানকে ভালোবাসো আর নাই বাসো সকলেই নিয়তির দাস
না কী সকলি নিয়তির খেলার তাস?


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা