নদীর জলে বিদ্যুৎ আছে সেই বিদ্যুতে প্রাণ আছে
তাইতো জলের ভালোবাসা ছাড়া জীবন না বাঁচে
নদীর জল খেলা করে দেখতে বড়ো ভাল লাগে
ইচ্ছে হয় ভালোবেসে ঢেউ এর সাথে তাল মেলাতে
জলে কৃষ্ণ থাকে বিদ্যুত রূপে রাধা থাকে প্রাণ হয়ে
ভেবেই জলকেলিতে প্রাণ আমার ভালোবেসে নৃত্য করে
নদীর জল ঢেউ এর সাথে রাধা নাম জপ করে
ভালোবেসে জপতে পারলে ঢেউ যেন আরও বাড়ে


কথার ট্রেন লম্বা করে কী লাভ হবে
যদি না ভালোবেসে মন রাধা কৃষ্ণ বলে
এক প্রাণ ভালোবেসে পঞ্চভূতে আছে বিলীন
বুঝতে গেলে ধরা দিবে ধরতে গেলে হারিয়ে যাবে
কাব্য লক্ষীর বরমাল্য ভালোবেসে পেলে
তারহীন বীনার ঝংকার শব্দরূপে খেলে
একই নদী বয়ে যায় ভিন্ন ভিন্ন নামে
স্থান কাল পাত্র ভেদে ভালোবেসে নানা নামে ডাকে
একই নদী স্থান কাল পাত্রে ভালোবেসে নাম যায় পাল্টে
তেমনি একই ঈশ্বর স্থান কাল পাত্র মহিমায় কেমন করে পাল্টে যায়
জল আর মাছের ভালোবাসা
ঠিক যেন জীব আর আত্মা নিয়ে খেলা
জলের অপর নাম জীবন - সেই জীবনের জল যদি মজে যায়
ভাল না বেসে সেই জল কিন্তু জীবন কেড়ে নেয়
ভালোবেসে বলে লোকে জলের অপর নাম জীবন
ঘোলা নয় অস্বছ নয় স্বচ্ছ জলই জীবের প্রয়োজন
স্বচ্ছ জলে যেমন জীবন বাঁচে
তেমনি ভালোবেসে জ্ঞানের স্বচ্ছতায় ধর্ম গড়ে ওঠে