জ্ঞানকে ভালোবাসতে পারিনি বলে আমি অধম অপেক্ষাও অধম
তাইতো এই ধরাধামে আমার পরিচয় নরাধম
জ্ঞানকে ভালোবাসলে মহী মঙ্গলময়ী হবে, দিক সকল হবে প্রসন্ন
আর দেখ, নভোমন্ডল নির্মল হয়ে উঠলো
জ্ঞানকে ভালোবাসলে অগ্নিসকল  শান্তভাব ধারণ করে
আর মহাত্মগণের মনে প্রসন্নতা জন্মে
চিন্তায় চিন্তায় যদি বুদ্ধিবৈকল্য ঘটে
তবে বুদ্ধিনাশ আটকে যাবে জ্ঞানকে ভালোবেসে
অজ্ঞানের তপোবল অপেক্ষা অধিক তপোবল সঞ্চয় করতে পারলে
জ্ঞানকে ভালোবেসে পরম তপস্যা তোমার সার্থক হবে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা